ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ড্রোন হামলার পাশাপাশি বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। আধা বর্গকিলোমিটারের কম আয়তনের শিবিরটিতে গতকাল সোমবার শুরু হওয়া এই অভিযান ছিল গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড়। এ হামলায় জেনিনে এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হওয়ায় এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সামরিক অভিযান শুরু করার পর থেকে প্রায় তিন হাজার ফিলিস্তিনি জীবন বাঁচাতে ওই অঞ্চল থেকে পালিয়েছেন। একজন ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
গতকাল সোমবার (৩ জুন) রাত ১টায় জেনিনে প্রথম হামলা চালায় দখলদার ইসরায়েল। যা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এ কথিত অভিযান শেষ হতে আরও ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
জেনিনে সোমবার হামলা চালাতে ইসরায়েলিরা দুই বিগ্রেড অর্থাৎ ১ থেকে ২ হাজার সেনা পাঠায়। তাদের সহায়তা করতে সাথে পাঠানো হয় সাঁজোয়া বুলেডোজার ও স্নাইপার। এছাড়া জেনিনের বিভিন্ন ভবনে হামলা চালাতে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করেছে তারা। এদিকে জেনিনে প্রবেশের সময় সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলিরা। তখন দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ হয়।
এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ফিলিস্তিনের জেনিন এলাকার ডেপুটি গভর্নর কামাল আবু আল-রৌব বলেছেন, এখন পর্যন্ত প্রায় তিন হাজার লোক জীবন বাঁচাতে এ শরণার্থী শিবির ছেড়েছে। তিনি আরও জানিয়েছেন, জেনিন শহরের স্কুল ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে বাস্তুচ্যুতদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এখন জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি বসবাস করছে।
জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের বিষয়ে আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুতের বৈশ্বিক ব্যস্ততার সহ-পরিচালক রামি জি. খুউরি বলেছেন, ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলার ভয়াবহতা অনেক বেশি। এর আগে জেনিনের ফিলিস্তিনিরা এত মারাত্মক হামলার মুখোমুখি হননি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রসঙ্গত, পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে গত কয়েক মাস ধরে ঘন ঘন হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। তাদের দাবি, এখানে সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে ফিলিস্তিনিরা। গত ২০০২ সালে দ্বিতীয় ইনতিফাদার সময়, সর্বশেষবার জেনিনে একসঙ্গে সেনা ও আকাশ শক্তি ব্যবহার করেছিল ইসরায়েল। এক সপ্তাহ ধরে চলা সেই যুদ্ধে ৫২ ফিলিস্তিনি ও ২৩ ইসরায়েলি সেনা নিহত হয়। যার মধ্যে একটি ঘটনায় প্রাণ গিয়েছিল ১৩ ইসরায়েলির।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি