শুরুটা হার দিয়ে হলেও যত সময় গিয়েছে ততই নিজেদের অপ্রতিরোদ্ধ করে তুলছে রংপুর রাইডার্স। শেষ তিন ম্যাচ জিতে এই মুহূর্তে টেবিলে সবার ওপরে তাদের অবস্থান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস যেন আরো তুঙ্গে উঠেছে। এদিকে দুর্দান্ত ঢাকার সময়টা খুব একটা ভালো কাটছে না। তাদের বোলাররা দারুণ ছন্দে থাকলেও ব্যাটারদের ব্যর্থতায় একেরপর এক ম্যাচ হারতে হচ্ছে। মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে ঢাকা। এছাড়া নিজেদের প্রথম দেখায়ও জয় পেয়েছে রংপুর রাইডার্সই। মিরপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে এই দুইল দল। সেই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
ঢাকার হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে সাব্বির হোসেনের। ২৬ বছর বয়সী এই ব্যাটার ঘরোরা টি-টোয়েন্টিতে খেলেছেন মোট ২৬ ম্যাচ। সেখানে তার ব্যাট থেকে এসেছে ২৮১ রান। ব্যাটিং করেছেন ১১৮.৫৬ স্ট্রাইকরেটে।
অন্যদিকে আজ ম্যাচ খেলেই বাবর আজম পাকিস্তানে ফিরে যাবেন। পিসিবির শর্ত, ৭ ফেব্রুয়ারির মধ্যে থাকতে হবে নিজ দেশে। আগামী সপ্তাহে শুরু হবে পাকিস্তান সুপার লিগ।
এমন একজন ইনফর্ম ব্যাটারকে হারানো রংপুর ফ্র্যাঞ্চাইজির জন্য দুঃসংবাদই বটে। শুধু বাবরই নন, দলটির হতাশা বাড়িয়ে চলে যাচ্ছেন দুই আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবিও।
তবে নতুন করে আরও তিন ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছে রংপুর। দক্ষিণ আফ্রিকার তিন তারকা ক্রিকেটার রসি ভ্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস ও ইমরান তাহিরকে আনছে তারা। এছাড়া ২০ ফেব্রুয়ারির দিকে নিকোলাস পুরানেরও রংপুরের ডেরায় যোগ দেওয়ার কথা রয়েছে।
দুর্দান্ত ঢাকা একাদশ
মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ, সাব্বির হোসেন, আরাফাত সানি, শরিফুল ইসলাম, নাঈম শেখ, ইরফান শুক্কুর, গুলবেদিন নাইব, চতুরঙ্গ ডি সিলভা, সাইম আইয়ুব, ইয়ান রস।
রংপুর একাদশ
বাবর আজম, ফজলে মাহমুদ, রনি তালুকদার, সাকিব আল হাসান, নুরুল হাসান (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, সালমান ইরশাদ, শামীম হোসেন, মাহেদী হাসান, হাসান মাহমুদ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম