ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধারই (ঘুঘুডারা) গ্রামে বে-সরকারি সংস্থা ইএসডিও’র এক নারী কর্মীকে ঋণ না দিতে চাওয়ায় মারপিট করার খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (২১ ডিসেম্বর) উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামে দিপা আকতার নামে ওই এনজিও কর্মী ঋন গ্রহীতাদের মাঝে সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে যায়।
এসময় সন্ধারই (ঘুঘুডারা) গ্রামের নিমাই ও তার বাড়ির লোকজন এনজিও কর্মি দিপাকে বেধরক মারপিট করে। খবর পেয়ে স্থানীয় লোকজন এবং সংস্থার অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এ প্রসঙ্গে নিমাই চন্দ্র বলেন, আমার পরিশোধ হওয়া ঋণের পর পুনরায় ঋণ দিতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই ঋণ দিতে টালবাহানা করে। এজন্য ওই কর্মীকে আমরা বলি কেন ঋণ দিতে চাইয়ে দিবেন না তা জিজ্ঞাসাবাদ করি। এ সময় কথা-কাটির এক পর্যায়ে ধস্তাধস্তি ও টানা হেচরার ঘটনা ঘটেছে ।
রাণীশংকৈল উপজেলা ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্পের কো-অর্ডিনেটর খায়রুল আলম বলেন, আমাদের এক কর্মীর সাথে মারপিটের ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বিষয়টি নিরসন করে দেয়ার কথা বলেছে।