পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। রোববার (০১ ডিসেম্বর) অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন। ইসরায়েলও এই হামলার কথা স্বীকার করেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃবিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিহতদের বয়স ২৩ থেকে ৩৫ বছর। রোববার সকালে ইসরায়েলের একটি চালকবিহীন বিমান স্থানীয় এক বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এর পরপরই ইসরায়েলি স্থলবাহিনী সেখানে অভিযান শুরু করে।
ইসরায়েলের শিন বেটের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সাথে এক যৌথ বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, “হামলায় একটি সন্ত্রাসী সেলকে নির্মূল করা হয়েছে, তারা গিলবোয়া এলাকায় বেশ কয়েকটি বন্দুক হামলার জন্য দায়ী।”
এই হামলার পরপরই ইসরায়েলি সৈন্যরা ওই এলাকায় একটি লক্ষ্যবস্তু অভিযান চালায়। এ সময় তাদের শরীরে তিনটি অস্ত্র খুঁজে পাওয়ারও দাবি করেছে দখলদার বাহিনী।
এর আগে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, আমাদের টিমকে ইসরায়েলি বাহিনী সিয়ারের কাছে বোমা হামলার জায়গায় যেতে বাধা দিচ্ছে।
আক্রান্ত গ্রামের একজন বাসিন্দা ফারেস ইরশাইদ এএফপিকে বলেন, “সকালে বিমানগুলো এসে এই এলাকায় বোমাবর্ষণ শুরু করে। এর কিছুক্ষণ পরেই সেনাবাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে একে বন্ধ সামরিক অঞ্চল ঘোষণা করে। সেখানে একদল যুবক ছিল, যার মধ্যে আমার ভাগ্নে এবং আমাদের প্রতিবেশীর ছেলেও রয়েছে। আমরা জানি না তাদের ভাগ্যে কী ঘটেছে?”
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম