পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের মধ্যপ্রদেশ সোফালায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৮জন। স্থানীয় সময় রোববার রাতে মালবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটি দোন্দো জেলার মুটুয়া থেকে ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে সোফালার রাজধানী বেইরা যাচ্ছিল। এদিকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। এতে হঠাৎই মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বাসটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার তদন্ত চলছে।
মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি দ্রুত গতিতে বাস চালানোর নিন্দা জানান।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি