খুলনার পাইকগাছায় গ্রাম পুলিশদের পোশাক সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়নের ৯৬ জন গ্রাম পুলিশদের মাঝে পোশাক, টর্চ লাইট, জুতা, ব্যাগ, বেল্ট, লাঠি ও বাঁশি সহ ১৪ ধরনের উপকরণ প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, একটি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের অবদান অনস্বীকার্য। সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে গ্রাম পুলিশরা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুর্গা পূজা সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে চুরি-ছিনতাই ও ছোট খাটো অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে জন্য গ্রাম পুলিশদের সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,প্যানেল চেয়ারম্যান শেখ মাহবুবর রহমান রঞ্জু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান, শেখ ফারুক হোসেন, ঝংকার ঢালী ও মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি