মধ্যপ্রাচ্যের দেশ ইরানে তিন বিদেশিসহ আড়াইশোর বেশি ‘শয়তানবাদী’ দের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চল থেকে গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ। ‘শয়তানবাদ’ প্রচার-প্রসারের অভিযোগে এদেরকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। শুক্রবার (১৭ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এসব তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, শয়তানবাদী নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত, নির্মূল ও ব্যাপক ধরপাকড়ের ঘোষণা দিয়েছে পুলিশ তথ্যকেন্দ্র।
এদিকে এক বিবৃতিতে ইরানি পুলিশ বলেছে, ১৪৬ জন পুরুষ এবং ১১৫ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আপত্তিকর ও অশ্লীল অবস্থায় ধরা হয়েছে। তাদের পোশাকে, মুখে ও চুলে শয়তানবাদের প্রতীক ও চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বৃহস্পতিবার রাতে তেহরানের পশ্চিমের শাহরিয়ার শহরে পুলিশি অভিযানের সময় তিন ইউরোপীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ইরানে প্রায় সময়ই শয়তানবাদী জনসমাগমস্থলে অভিযান চালায় পুলিশ। মাদক সেবন করা হয় এমন সব পার্টি বা কনসার্ট নিশানা করেন তারা। শিয়া প্রধান দেশটিতে মাদক সেবনের ওপর বিধিনিষেধ রয়েছে। ০০৯ সালের জুলাই মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আর্দেবিলে শয়তানের পুজোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। একই বছরের মে মাসে দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের একটি কনসার্টে অভিযান চালিয়ে শতাধিক শয়তান-উপাসককে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ২০০৭ সালে তেহরানের কাছে একটি বাগানে অবৈধ রক কনসার্টে অভিযান চালিয়ে ২৩০ জনকে গ্রেপ্তার করেছিল ইরানি পুলিশ।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি