চীনে একটি কয়লাখনির চারতলা বিশিষ্ট অফিসের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির শানজি প্রদেশে এই ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এসব তথ্য জানায়।
গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৬টা ৫০ মিনিটে চার তলাবিশিষ্ট ভবনটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শানজি প্রদেশের লিশি জেলায় অবস্থিত ওই ভবন। ভবনটি ইয়ংজু নামে একটি কয়লাখনির মালিকানা প্রতিষ্ঠানের।ক্ষতিগ্রস্ত ভবন থেকে সব মিলিয়ে ৬৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে অন্তত ৫১ জনকে চিকিৎসার জন্য লুলিয়াং ফার্স্ট পিপল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে তদন্ত চলছে।
প্রসঙ্গত, চীনের শিল্প এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ড, ভবন ধসে পড়ার মতো ঘটনা ঘটে। দুর্বল অবকাঠামো এবং শিথিল আইন প্রয়োগ এসব দুর্ঘটনার মূল কারণ।
সূত্র : আলজাজিরা, রয়টার্স।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:০৮ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি