‘অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের’ শনাক্ত করতে এবং তাদের জন্ম সনদ ইস্যু না করতে দিল্লির স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লি পৌর করপোরেশন (এমসিডি)। অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্তকরণের পাশাপাশি দিল্লির কোনায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কথিত দখলকৃত এলাকা খালি করার নির্দেশও দিয়েছে এমসিডি।
বিধানসভা নির্বাচনের আগে এমন নির্দেশ জারি নিয়ে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) ও বিজেপির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, দিল্লি মিউনিসিপাল করপোরেশন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ বাংলাদেশিদের তালিকা প্রদান করার জন্য স্কুল প্রধানদের নির্দেশনা দিয়েছে। দিল্লির সব জোনের জন্য এই নির্দেশনা কার্যকর থাকবে।
নির্দেশনায় দেশটির জনস্বাস্থ্য বিভাগকে জন্মনিবন্ধন ও জন্মসনদ ইস্যু করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে। এতে বাংলাদেশিদের জন্য যাতে কোনো ধরনের সনদ ইস্যু করা না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এতে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে বিশেষ অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে।
এই নির্দেশনার প্রতিক্রিয়ায় দেশটির আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং বলেছেন, এমসিডির এই আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নামে পূর্বাঞ্চলীয় সম্প্রদায়কে অপমান ও অসম্মান করার চেষ্টা করছে।
পুর্বাঞ্চলীয়দের রোহিঙ্গা অনুপ্রবেশকারী ও বাংলাদেশি বলে অভিহিত করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, উত্তরপ্রদেশ ও বিহারের দরিদ্র মানুষদের অপমান করতে চায় তারা। এই আদেশের মাধ্যমে পূর্বাঞ্চলীয়দের, তাদের সন্তানদের এবং দোকান ও বাড়ি ভেঙে ফেলার অপচেষ্টা করছে।
এদিকে দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধে গত ১২ ডিসেম্বর নিউ সীমাপুড়িতে একটি অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম