জনসাধারণের জন্য উন্মুক্ত হলো দেশের প্রথম মেট্রোরেল। বহুল প্রতীক্ষার পর মেট্রোরেলে চড়তে পেরে অত্যন্ত আনন্দিত ও উচ্ছসিত যাত্রীরা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রথমদিনের মতো মেট্রোরেলের বাণিজ্যিকযাত্রা শুরু হয়।
সকাল ৮টা ১৫ মিনিটে সাধারণ যাত্রীদের নিয়ে মেট্রোরেল প্রথমবারের মতো উত্তরা নর্থ স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে দেশের মাটিতে প্রথমবার মেট্রোরেলে চড়ার স্বপ্ন পূরণ করলেন সাধারণ যাত্রীরা।
এর আগে সকাল ৮টায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেল। আজ ভোর থেকেই উত্তরা নর্থ স্টেশন ও আগারগাঁও স্টেশনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ইতিহাসের সাক্ষী হতে ভোর থেকেই অনেকে ছুটে আসেন স্টেশনে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরের বাসিন্দা হৃদয় বলেন বলেন, দীর্ঘদিন ধরে মেট্রোরেলের কাজ চলায় আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে সুদিন এসেছে। প্রথম দিনই মেট্রোরেল চড়তে এসেছি। সত্যিই খুব আনন্দ লাগছে। এখন থেকে আমাদের যাতায়াতে আর কোনো সমস্যা হবে না।
এক নারী যাত্রী বলেন, এর আগে বিদেশে বহুবার মেট্রোরেলে চড়েছি। তবে নিজ দেশে মেট্রোরেলে চড়ার আনন্দটাই আলাদা। আমার বাচ্চারাও মেট্রোরেলে চড়ে খুব আনন্দিত।
মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটার ৫ টাকা হিসাবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তর নর্থ স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা।
উল্লেখ্য, গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আধুনিক নগরায়ণের এক নতুন অধ্যায় সূচিত হলো বাংলাদেশে।