ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের নভেম্বরে। ২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বের সেই ম্যাচে ব্রাজিলকে ১-০তে হারিয়েছিল আর্জেন্টিনা। আগামী সপ্তাহে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। এবারের সুপার ক্ল্যাসিকো অবশ্য জাতীয় দলের মধ্যে নয়, মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল।
চলছে ২০২৪ প্যারিস অলিম্পিকে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। যেখানে প্রাক-বাছাইয়ে দশ দল অংশ নেয় দুই গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ দুদল উঠেছে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।
গ্রুপ ‘এ’ থেকে ব্রাজিলের সঙ্গে বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে উঠেছে ভেনেজুয়েলা। ‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী প্যারাগুয়ে। অলিম্পিকের নিয়মানুসারে লাতিন অঞ্চল থেকে এই চার দলের লড়াই শেষে শীর্ষ দুদল পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকের টিকিট।
বাছাইয়ের চূড়ান্ত পর্বে ৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিল ৫ ফেব্রুয়ারি প্যারাগুয়ে ও ৮ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার মুখোমুখি হবে। ১১ ফেব্রুয়ারি চলতি বছরে প্রথমবারের মতো সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা।
বাছাইপর্ব শেষে আর্জেন্টিনা যদি ২০২৪ অলিম্পিকে জায়গা পায় তাহলে বিশ্বকাপজীয় লিওনেল মেসি ও অ্যাঙ্গেল ডি মারিয়াকে নিয়ে প্যারিসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। যদি এমন কিছুই হয়, তবে ২০০৮ সালে আর্জেন্টিনাকে বেইজিং অলিম্পিকে স্বর্ণ জেতানো দুই তারকা ১৬ বছর পর আবার খেলবেন বিগেস্ট শো অন আর্থে।
অলিম্পিক বাছাইপর্ব সূচি:
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম