মৌলভীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হলো জামায়াতের পৌরসভার দায়িত্বশীল কর্মশালা। গত শনিবার (২৮শে সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌর হলরুমে এই পৌরসভা দায়িত্বশীল কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াত ইসলামীর নেতারা হাঁসি মূখে ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়। কিন্তু দেশ থেকে পালিয়ে যায় না। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। প্রতিহিংসার রাজনীতি আর বাংলাদেশে থাকবে না। প্রতিহিংসা বিদ্বেষ দূর করার জন্য কাজ করতে হবে। এখন থেকে এলাকায় এলাকায় গণযোগাযোগ শুরু করতে হবে। আমরা কাজ করবো দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা সব কিছু করবো আল্লাহর জন্য।
তিনি জামায়াতে ইসলামী সংগঠকদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক সংগঠককে ঈমানের ব্যাপারে দূর্বলতা দেখানো যাবে না। ইসলাম সম্পর্কে জ্ঞানের কোন ঘাটতি থাকা যাবে না। কুরআন, হাদিস ও ইসলামি সাহিত্য নিয়মিত অধ্যায়ন করতে হবে। তাওহীদ, রেসালাত ও আখিরাতের ধারণা লাভ করতে হবে। সকল ধরণের কু-ধারণা ঝেড়ে ফেলে দিতে হবে। হিংসা ও বিদ্বেষ দূর করতে হবে। যেখানেই মানুষ আছে সেখানে কাজ করতে হবে। মানুষের কাছে নিজেদের দাওয়াত পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তিনি খলিফা হিসেবে মানুষকে পাঠিয়েছেন। এখন আপনি আল্লাহর বিধান প্রতিষ্ঠা বাদ দিয়ে নিজের মত প্রতিষ্ঠা করতে লাগলেন। এটা হবে না। সমাজে যত রাজনৈতিক দল আছে তারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবে। সুতরাং কোন মুমিন আল্লাহর প্রতিনিধিত্বের বাহিরে থাকতে পারে না। যে ব্যক্তি ইসলামকে লালন করে সেই হবে আমাদের একনিষ্ঠ প্রতিনিধি হলেই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি