সিরাজগঞ্জের শাহজাদপুরের এনায়েতপুর থানার খুকণী ইউনিয়নের আড়কান্দি-ব্রাক্ষণগ্রামে যমুনা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। তা ১ কিলোমিটার দুরে পাইপের মাধ্যমে নিয়ে কোটি টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আখতার হোসেন ও তার সহযোগীদের নেতৃত্বে চলা এমন কান্ডে এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনের ফলে নদীতে বেড়েছে ভাঙ্গন। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত পদক্ষেপ দাবী করেছে।
এলাকাবাসী জানায়, শাহজাদপুর উপজেলার পুর্বাঞ্চল খুকনী ও জালালপুর ইউনিয়নের নদী তীরবর্তী ব্রাক্ষণগ্রাম, আড়কান্দি, জালালপুর, পাকড়তলা, হাট পাঁচিল ও মনাকষা গ্রাম যমুনার ভাঙ্গনে এমনিতেই বিপর্যস্ত। গত ৫ বছরে অন্তত কয়েক হাজার ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা অন্যান্য স্থাপনা ও জমিজমা নদীতে বিলীন হয়েছে। উপরোন্ত ব্রাক্ষণগ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা আখতার হোসেনের নেতৃত্বে একটি চক্র নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি শুরু করেছে। তারা ড্রেজার দিয়ে নদী হতে চুরি করে কেটে আনা বালু ভলগেট নৌকায় করে নদীর আড়কান্দি তীরে নিয়ে আসছে। এরপর স্থাপন করা আনলোড মেশিনের মাধ্যমে সরবরাহ নিয়ে ১ কিলোমিটার দুরে পাইপ দিয়ে ফেলে লাখ-লাখ টাকায় বিক্রি করছে।
অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীতে বেড়েছে ভাঙ্গন বলে জানান এলাকার ইদ্রিস আলী ও আবুল হোসেন। তারা জানান, বালু ফেলতে কৃষকদের জমির উপর দিয়ে জোড় করে পাইপ টাঙ্গানো সহ নদী থেকে চুরি করে প্রভাব খাটিয়ে বালু তুলছে ঐ চক্রটি। কেউ প্রতিবাদ করলে তারা ভয়ভীতি দেখাচ্ছে। আমরা চাই তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হোক।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, আমরা অভিযোগ পেয়েছি আরকান্দি-ব্রাক্ষণগ্রামে ডেজ্রার দিয়ে অবৈধ ভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে। দ্রুত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২০ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)