নতুন সিনেমা ‘কানেক্ট’-এর স্ক্রিনিংয়ে ধূসর রঙের টার্টেল নেক টপ আর ফ্লোরাল স্কার্ট পরে এসেছিলেন নয়নতারা। আর সেই লুক নিয়ে সামাজি মাধ্যমে পড়তে থাকে একাধিক ‘কুরুচিকর’ মন্তব্য। এবার তা নিয়েই মুখ খুললেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা।
নয়নতারার পোস্টে পরা ‘যৌন উস্কানিমূলক’ কমেন্ট সর্বসমক্ষে নিয়ে এলেন তিনি। সঙ্গে তুলোধনা করলেন একটি অনলাইন মিডিয়া আউটলেটকে। খবর হিন্দুস্থান টাইমস।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশ্চর্যের কিছু নেই এত মায়েরা চায় তাদের মেয়েরা নিজের বাবা আর ছেলের সামনেই ওড়না পরে ঘুরুক। ওরা কি জানে ছেলেরা এটা নিয়েও যৌনতা করতে পারে, নিজেদের মেয়ে-বোনদের জন্যও নিজের ফিলিংস আটকাতে পারে?
চিন্ময়ী শ্রীপদা
ইনস্টাস্টোরিতে চিন্ময়ী লিখলেন, ‘আমি বিষ্মিত হই… এই সমস্ত মানুষকে স্তন্যপান করানো হয়েছে কি না আদৌ। এই সমস্ত মানুষদের মেয়ে আছে ভাবলেও অবাক লাগে। আশ্চর্যের কিছু নেই এত মায়েরা চায় তাদের মেয়েরা নিজের বাবা আর ছেলের সামনেই ওড়না পরে ঘুরুক। ওরা কি জানে ছেলেরা এটা নিয়েও যৌনতা করতে পারে, নিজেদের মেয়ে-বোনদের জন্যও নিজের ফিলিংস আটকাতে পারে?’
সঙ্গে ‘ফিল্মি ফ্রাইডে’ নামের একটি সোশ্যাল মিডিয়া পেজকে ট্যাগ করে চিন্ময়ী আরেক পোস্টে লেখেন, ‘তোমরা নিজের পেজে আমার কমেন্ট রেস্ট্রিক্ট করে রাখার সাহস দেখিয়েছ, যাতে আমার কমেন্ট মানুষের চোখে না পড়ে। কিন্তু সব নোংরা কমেন্ট রয়েছে ওখানে। যা অ্যাডমিনদের মানসিকতা স্পষ্ট করে। করুণ বাস্তব।’
✪ আরও পড়ুন: নির্মাতার ওপরে ক্ষেপলেন শাকিব খান
উল্লেখ্য, দিনকয়েক আগে মাতৃত্ব নিয়ে সমাজের বদ্ধমূলক ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছিলেন নয়নতারা। এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছিল, ‘কেন মহিলাদের উপরে এত বাধানিষেধ? আমার মনে হয় এটা ভুল। কেন এখনও মানুষের কথা বলার বিষয় এটা যে মহিলারা বিয়ে করার পর কাজ করতে পারে না। ছেলেরা তো বিয়ের পরদিনই কাজে চলে যায়। বিয়ে কখনই বিরতির অঙ্গ হতে পারে না। এটা আপনাকে জীবনে পরিপূর্ণতা দেয় ও স্থায়ী করে।’
✪ আরও পড়ুন: হাসপাতালে ভর্তি পরীমণি