আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে সিরিজে সমতা আনার লক্ষ্যে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ফরম্যাটে লাল-সবুজের জার্সিতে আজ অভিষিক্ত হচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।
জানা গেছে, আঙুলের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের বদলে একাদশে এসেছেন জাকের। লেগস্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।
আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তামিম। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এএম গজনফরকে উড়িয়ে মারতে গিয়ে ১৭ বলে ২২ রানে সাজঘরে ফেরেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ , সাদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ গজানফর, নাঙ্গেলিয়া খারোতে ও ফজল হক ফারুকী।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি