বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় রাজধানীর পৃথক দুই মামলায় জামিনের পর মুক্তি পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বেশ কয়েকজন শীর্ষ নেতা ও দলের ২ হাজার শিক্ষার্থী কারামুক্ত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা।
জানা যায়, সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল মামলায় মামলায় জামিন চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাকে জামিন দেন।
কারামুক্ত হওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতার হওয়া ২ হাজার শিক্ষার্থী কারামুক্ত হয়েছেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:২০ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি