কক্সবাজারের টেকনাফে খাটের নিচ থেকে ১০ কোটি টাকার ২ কেজি ক্রিস্টাল মেথের (আইস) চালান উদ্ধার করা হয়েছে। এসময় আহমদ হোছন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। শনিবার (২ ডিসেম্বর) সকালে মাদকসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
আজ রবিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
আটককৃত আহমদ হোছন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হারিয়াখালীর মৃত আমির হোছাইনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে, ক্রিস্টাল মেথের চালান নিয়ে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অবস্থান করছেন এক ব্যক্তি। এমন খবরে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আহমদ হোছনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বসতঘরের খাটের নিচে ক্রিস্টাল মেথ বা আইস রয়েছে বলে স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
উদ্ধারকৃত মাদকসহ আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৭ | শনিবার
ডিবিএন/এসই/এমআরবি