রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী শমী কায়সার কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রওনক জাহান এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন শমী কায়সার। তিনি আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ নিয়ে গঠিত ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। সে সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
এছাড়া, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়। এর আগে, ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।
নব্বই দশকের নামকরা অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৬ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি