আজ রবিবার (২০ অক্টোবর) বিশ্বের চতুর্থ বৃহৎ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে সাবেক জেনারেল প্রাবোয়ো সবিয়ান্তো পার্লামেন্টে শপথ নিয়েছেন। এর মাধ্যমে তিনি বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হলেন। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সামরিক বাহিনীতে থাকার সময় সবিয়ান্তোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। ৭৩ বছর বয়সী এই কট্টর জাতীয়তাবাদী নেতা শপথ গ্রহণের সময় ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের প্রতি তার দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি কঠোরভাবে সংবিধান এবং আইনকানুন ও বিধানগুলো প্রয়োগের প্রতিশ্রুতিও দেন। শপথ গ্রহণের পর প্রেসিডেন্সিয়াল প্যালেসে যাওয়ার আগে দেশের আইনপ্রণেতাদের উদ্দেশে সবিয়ান্তোর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সবিয়ান্তো ইন্দোনেশিয়ার জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি তুলে ধরার পাশাপাশি বিশ্ব দরবারে আরও জোরালোভাবে মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আট মাস আগে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী সবিয়ান্তো প্রথম রাষ্ট্রীয় সফরে চীনে যান। এছাড়া নিরাপত্তা চুক্তি সাক্ষরের জন্য তিনি রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া সফর করেন।
সবিয়ান্তো দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে তিনি ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করবেন। এখানে রয়েছে বিশ্বের নিকেল ধাতুর দ্বিতীয় বৃহৎ মজুদ। ২৮ কোটি জনসংখ্যার দেশটিতে অর্ধেকেরও বেশি নাগরিকের বয়স ৩০ বছরের নিচে।
এদিকে, প্রাবোয়ো সুবিয়ান্তোর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজধানী জাকার্তাসহ ইন্দোনেশিয়া জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় এক লাখ পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি, চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেংসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
আজ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪২ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি