বিপিএলের চলতি আসরের তিন পর্ব শেষ। অপেক্ষা চট্টগ্রামে চতুর্থ পর্ব শুরুর। চট্টগ্রাম পর্বকে কেন্দ্র করে দলগুলো যাচ্ছে বন্দরনগরীতে। কিন্তু নিজ হোম ভেন্যুতে যাওয়ার আগেই দুঃসংবাদ পেল চট্টগ্রামের ভক্তরা। ঢাকা থেকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রামের বাস।
চট্টগ্রাম যাওয়ার পথে সীতাকুণ্ডতে লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। তবে দুর্ঘটনা কবলিত বাসে টিমের কোনো ক্রিকেটার ও স্টাফ ছিলেন না। ক্রিকেট সরঞ্জাম নিয়ে ঢাকা থেকে বন্দরনগরীতে যাচ্ছিল বাসটি।
আজ রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুরে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জানা যায়, আজ সকালে বাসটি চটগ্রামের পথে রওয়ানা দেয়। সীতাকুণ্ড এলাকায় গেলে লরির ধাক্কায় সামনের দরজার অংশ ধুমড়ে-মুচড়ে যায়।
গতকাল রাতে ঢাকা থেকে বাসটি ক্রিকেটারদের সরঞ্জাম ও টিম বয়দের নিয়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। রোববার সকাল ৭টায় সীতাকুণ্ডে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। তবে কারও কোনো ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন।
আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি এ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম