ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী জেলার দুই উপজেলা ডিমলা ও ডোমারে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
ডোমারে উপজেলা চেয়ারম্যান হয়েছেন সরকার ফারহানা আখতার (সুমি), তিনি ভোট পেয়েছেন ৩১৪২১, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ পেয়েছেন ২৩১৩৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের দিলিপ কুমার মুখোপাধ্যায় ২২হাজার ১৩৩ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী বেগম প্রজাপতি প্রতিক নিয়ে ৩৭হাজার ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ডিমলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ২৩ হাজার ৫৩১ ভোট পেয়ে উত্তম কুমার রায় এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৩ হাজার ৩৬০ ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)