বগুড়া শাজাহানপুরে কোল্ডস্টোরেজে আলু রাখা ব্যবসায়ী ও কৃষকদের মাথায় হাত পড়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)ঢাকা- রংপুর মহাসড়কের আশে পাশের মাঝিড়াতে অবস্থিত হিমাগরে ঘুরে দেখা গেছে আলুর দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন হিমাগারে আলু মজুত করে রাখা কৃষক ও ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে ১১ থেকে ১৩টাকা, আর খুচরা সর্বোচ্চ ২৫টাকা দরে। গত বছর পাইকারি বিক্রি হয়েছিলো ২৫টাকা কেজি দরে। অন্যান্য বছর অক্টোবর ও নভেম্বর মাসের শুরু থেকে হিমাগারে মজুত করা আলু বাজারে বিক্রি করে কৃষক ও ব্যবসায়ীরা বেশ লাভবান হতেন। কিন্তু চলতি বছর আলুর পরিবহন ও হিমাগরে রাখার খরচ পড়েছে কেজি প্রতি ২০টাকার উপরে।
এ বছর চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন হওয়ায় ও সংরক্ষণ করায় আলুর বাজার পড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বীরগ্রামের ব্যবসায়ী আবু সুফিয়ান জানান, চলতি বছর কাটি লাল জাতের আলু ৫৫ কেজির ২০০০ হাজার বস্তা আলু কোল্ডস্টোরেজে রেখেছেন। তাতে ৫৫ কেজির প্রতি বস্তা আলু হিমাগারের ভাড়াসহ রাখতে খরচ হয়েছে ১২৬৫ টাকা। বর্তমান বাজারে বিক্রি করতে পারছেন ৬০৫ টাকা। প্রতি ৫৫ কেজির বস্তায় লোকসান হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা।
বাজারে আলুর দাম না থাকায় প্রত্যেকেই এখন মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন।