ভারতকে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে আতিথেয়তা দেওয়ার আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। পুরোনো পিঠের ব্যথার কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবেন না বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
ওয়ানডে স্কোয়াডে তাসকিনের ব্যাকআপ হিসেবে দলে ডাকা হয়েছে শরিফুল ইসলামকে। বিসিবির প্রধান নির্বাহী মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছে তাসকিন, তার পিঠের পুরোনা ব্যথার কারণে। তার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বুধবার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝরানো ম্যাচে কুঁচকির চোট পেয়ে শঙ্কায় ওপেনার তামিম ইকবাল।
‘তামিমের স্ক্যান রিপোর্টের অপেক্ষা করছি আমরা। তার কুঁচকির ইনজুরি এবং তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফিজিশিয়ান তাকে স্ক্যান করতে বলেছে।’
মিনহাজুল
আগামী রোববার মিরপুরে হবে প্রথম ওয়ানডে। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর।
/কেএইচএস/