আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড নিজেদের করে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সোমবার (১৫ এপ্রিল) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে য়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ২৮৭ রান তোলে হায়দ্রাবাদ। এটিই এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান। মাত্র ৩ উইকেট হারিয়ে নিজেদের এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড খাতায় নিজেদের নাম লেখালো প্যাট কামিন্সের দল।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অজি ব্যাটার ট্র্যাভিস হেড, তাঁর সংগ্রহ ৪১ বলে ১০২। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেন, তাঁর সংগ্রহ ৩১ বলে ৬৭।
ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড মিলে হায়দ্রাবাদের ইনিংসের অনবদ্য সূচনা করেন। অভিষেক শর্মা ২২ বলে ৩৪ রান করে আউট হলে মারকুটে ভঙ্গিতে ব্যাট করে অজি ওপেনার ট্রাভিস হেড ৪১ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এটি আইপিএল ইতিহাসের চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তিনি আউট হলে হেনরি ক্লাসেন ৪১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। হায়দ্রাবাদের ব্যাটারদের রুদ্রমূর্তি ধারণ করার দিনে অসহায় হয়ে পড়েন বেঙ্গালুরুর বোলাররা। এরপর একে একে অন্যান্য ব্যাটাররা রানের গতি বাড়াতে থাকেন। ১৭ বলে ৩২ রান করেন এইডেন মার্করাম। ১০ বলে ৩৭ রান করে আবদুল সামাদ। মূলত এই দুই ব্যাটারের রানের ওপর ভর করেই ব্যাঙ্গালুরুকে ২৮৮ রানের পাহাড়সম টার্গেট দেয় হায়দ্রাবাদ।
উল্লেখ্য, এর আগে আইপিএল-২০২৪ আসরে হায়দ্রাবাদের দলীয় সর্বোচ্চ রান ২৭৭ ছিলো। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সেই রান করেছিল তারা।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪১ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি