মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত হয়েছেন তিনজন। সোমবার মধ্যরাতে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানের জালান পেকান-কুয়ান্তানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন বিদেশি ডাকাত নিহত হয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামা ও স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ১১ মার্চ সোমবার মধ্যরাতে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানের জালান পেকান-কুয়ান্তানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন বিদেশি ডাকাত নিহত হয়। এদের মধ্যে রয়েছেন এক বাংলাদেশি নাগরিকও।
মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বাংলাদেশিসহ তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে পুলিশ তাদের নাম-পরিচয় জানায়নি। নিহত অন্য দুজন ভিয়েতনামের নাগরিক।
পুলিশ জানিয়েছে, ওই তিন ব্যক্তি একটি গাড়িতে করে যাচ্ছিলেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের থামতে বলা হয়। কিন্তু গাড়িটির চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে বাইপাসের দিকে চলে যায়। পরে পুলিশ তাদের ধাওয়া করে।
একপর্যায়ে পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয় তারা। পরে পুলিশ গাড়ি থেকে নামলে তাদের লক্ষ্য করে ওই ব্যক্তিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গাড়িতে থাকা তিনজনই নিহত হন।
পুলিশ আরও জানিয়েছে, তাদের কাছ থেকে একটি গ্লক-১৭ পিস্তল, সাতটি গুলি এবং পিস্তলের তিনটি খাপ পাওয়া গেছে। এছাড়া পুলিশ গাড়িতে ড্রিল ও গ্রাইন্ডার, ম্যাচেট ও লোহার হাতুড়িসহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম