বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।
টানা দুই জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছে টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে আজ (১৬ জানুয়ারি) লঙ্কানদের বিপক্ষে ১০ রানের জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের বিশাল স্কোর দাঁড় করায় বাংলাদেশের যুবতীরা। যেখানে স্বর্ণা এবং আফিয়া দুইজনে ঝড়ো ফিফটি করেন। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতেই থামতে হয় লঙ্কানদের।
ব্যাট করতে নেমে মিষ্টি সাহাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলেন আফিয়া প্রত্যাশা। ৪৩ বলে ৫ চার আর ৩ ছক্কায় তিনি দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে ১২তম ওভারে আউট হন ৫৩ করে। মিস্টি অবশ্য তার মতো খেলতে পারেননি। ২৪ বলে ১৪ রানের ধীরগতির এক ইনিংস খেলে ওই ওভারেই সাজঘরে ফেরেন। কিছুটা চাপে পড়ে দল। সেখানে দাঁড়িয়ে দিলারা আক্তার আর স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং।
উইকেটরক্ষক দিলারা আক্তার ২৭ বলে করেন অপরাজিত ৩৬ রান। হাফসেঞ্চুরি তুলে নেন স্বর্ণা। ২৮ বলে তার ৫০ রানের মারকুটে ইনিংসে এগিয়ে যায় বাংলাদেশ।