বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২৩৯ রানের পাহাড়সমান পুঁজি দাঁড় করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটি যৌথভাবে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের ওপর একপ্রকার তাণ্ডব চালিয়েছেন উইল জ্যাকস-লিটন দাসরা। তবে রানবন্যার দিনে কিছুটা হতাশ করেছেন চলতি আসরের প্রথম সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়। গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৯ রানের পুঁজি পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
দলীয় ৮৬ রানে প্রথম উইকেট হারায় কুমিল্লা। ২৬ বলে হাফ-সেঞ্চুরি হাঁকানো লিটন ফেরেন ব্যক্তিগত ৬০ রানে। লিটনের পরই হৃদয়কে হারায় কুমিল্লা। শহিদুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। এরপর ব্রুক গেস্টও দ্রুতই ফেরেন। ফেরার আগে ১১ বলে খেলেন ১০ রানের মন্থর এক ইনিংস। তবে দলীয় রানের গতিতে উইকেটের আঁচ লাগতে দেননি জ্যাকস। চড়াও হয়ে খেলতে থাকেন ইংলিশ এই ওপেনার। তাকে যোগ সঙ্গ দেন আরেক ইংলিশ সুপারস্টার মঈন আলিও। এরপর ৫০ বলে এই ফরম্যাটে নিজের তৃতীয় সেঞ্চুরি হাঁকান জ্যাকস। শেষ পর্যন্ত ৫ চার ও ১০ ছক্কায় ৫৩ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি।
অন্যদিকে ২৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন মঈন আলি। ২ চার ও ৫ ছক্কায় এই ইনিংস সাজান আলি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ দাঁড়ায় ২৩৯ রান।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২০ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি