গত মে মাসে ফোর্বসের সবেচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তারই প্রেক্ষিতে এবারে তিনি জায়গা করে নিলেন গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। গিনেজ বুকে ২০২৩ সালের সর্বাধিক উপার্জনকারী ক্রীড়াবিদ হিসেবে নিজের নাম তুলেছেন আল নাসরের এই তারকা। তিনি ২০২৩ সালে ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। এর মধ্যে তার ক্লাব থেকে ৪৬ মিলিয়ন ডলার এবং বিজ্ঞাপন থেকে ৯০ মিলিয়ন ডলার আয় করেছেন।
রোনালদোর আয় প্রধানত তিনটি উৎস থেকে আসে:
- ক্লাব: ক্রিস্তিয়ানো রোনালদো বর্তমানে সৌদি আরবের আল নাসের ক্লাবে খেলেন। তিনি ২০২২ সালের আগস্ট মাসে এই ক্লাবে যোগদান করেন। রোনালদোর আল নাসেরের সাথে চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। তিনি আল নাসেরে প্রতি বছর ২০০ মিলিয়ন আয় করেন। এর আগে রোনালদো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলেন। তিনি ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেন। জুভেন্টাসের সাথে তার চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। রোনালদো জুভেন্টাসে প্রতি বছর ৬০ মিলিয়ন ডলার আয় করেন।
- বিজ্ঞাপন: রোনালদো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের একজন। তিনি অনেক বড় বড় কোম্পানির সাথে বিজ্ঞাপন চুক্তিতে আছেন। এই কোম্পানিগুলোর মধ্যে আছে নকিয়ার, এডিডাস, কোকা-কোলা, গাড়ির কোম্পানি জেনারেল মোটরস এবং ফাইনান্সিয়াল কোম্পানি এবিসিএ। রোনালদো তার বিজ্ঞাপন চুক্তি থেকে প্রতি বছর ৩৫ মিলিয়ন ডলার আয় করেন।
- ব্যক্তিগত ব্যবসা: রোনালদো তার নিজের কিছু ব্যবসাও আছে। এই ব্যবসাগুলোর মধ্যে আছে ফ্যাশন ব্র্যান্ড কস্টিউম এমসি এবং হোটেল ব্র্যান্ড ক্রিশ্চিয়ানো রোনালদো হোটেলস। রোনালদো তার ব্যক্তিগত ব্যবসা থেকে প্রতি বছর ১০ মিলিয়ন ডলার আয় করেন।
এছাড়া রোনালদো বিশ্বের সবচেয়ে বেশি পেশাদার ফুটবল ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে গিনেজ বুকে নাম লিখিয়েছেন। রোনালদো গত ১২ ফেব্রুয়ারি ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে খেলতে নেমেছিলেন। এ ম্যাচটিতে তিনি ৭৯৮তম ম্যাচ খেলেন। এর আগে এই রেকর্ড ছিল লিওনেল মেসির দখলে। মেসি গত বছরই এই রেকর্ড গড়েছিলেন।
রোনালদোকে টপকে মেসি ২০২২ সালের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ ছিলেন। তিনি ২০২২ সালে ৯৩ মিলিয়ন ডলার আয় করেছিলেন। এর মধ্যে তার ক্লাব থেকে ৭৫ মিলিয়ন ডলার এবং বিজ্ঞাপন থেকে ১৮ মিলিয়ন ডলার আয় করেছিলেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদো ২০০২ সালের ১৬ অক্টোবর স্পোর্টিং লিসবনের হয়ে খেলতে নেমেছিলেন। এরপর তিনি পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন এবং ইতালিতে বিভিন্ন ক্লাবে খেলেছেন। তিনি এ পর্যন্ত চারটি ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবেও অনেক পুরস্কার জিতেছেন। তিনি পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন।
রোনালদোর এই সাফল্য তার অনুপ্রেরণার উৎস। তিনি তার অনুসারীদের দেখাচ্ছেন যে, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো কিছুই সম্ভব।
সুত্রঃ দ্য এথলেটিক।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি