পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ইদ্রিস নামে এক জেলের জালে ধরা পড়েছে। বিক্রি হয়েছে ১২ হাজার ৩৯ টাকায়। ইলিশটি কিনে নেন বশির গাজী নামের এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি মাছটি পটুয়াখালীর এক ক্রেতার কাছে বিক্রি করেন।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ইলিশটি ধরা পড়ার পর তা দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে নিলামে বিক্রি হয়।
জানা গেছে, জেলের কাছ থেকে কেনার পর বশির নামে ওই ব্যবসায়ী অন্য এক ক্রেতার কাছে ইলিশটি ১৩ হাজার টাকায় বিক্রি করেন।
জেলে ইদ্রিস বলেন, সবসময় এত বড় মাছ সাধারণত পাওয়া যায় না। তবে বড় মাছ পেলে তার দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি আমরা।
গাজী ফিশের ব্যবস্থাপনা পরিচালক মো. বশির গাজী বলেন, এত বড় মাছ এই বাজারে এখন তেমন একটা দেখা যায় না, তাই আমি নিলামের মাধ্যমে কিনেছি। পরে এক হাজার টাকা লাভে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।
*** আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:২০ | রবিবার ***
ডিবিএন/এসই/ এমআরবি