শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। অঘোষিত ফাইনাল ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমেছে টাইগাররা।
সোমবার (১৮ মার্চ) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস।
এর আগে শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচ ৩ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় লঙ্কানরা।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। লিটন দাস বাদ পড়েছেন এ ম্যাচের আগে। তবে তার জায়গায় দলে নেয়া জাকের আলীর সুযোগ মেলেনি একাদশে। এনামুল হক বিজয় সুযোগ পেয়েছেন লিটনের জায়গায়। চোটে ছিটকে যাওয়া তানজিম হাসানের জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় নেয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
তৃতীয় ও শেষ ম্যাচটি জিততে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়বে বাংলাদেশ। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ স্বাগতিক দল।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।
শ্রীলঙ্কা দল: আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম