গেল দু’দশকের বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা ও প্রযোজক করণ জোহর। বিনোদন জগতে ইতোমধ্যে পার করেছেন ২৫ বছর। এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছেন এই নির্মাতা।
চলতি বছরেই ২৫তম বর্ষপূর্তি হতে চলেছে করণের। আর জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ বছরেই তার মুকুটে যোগ হলো নতুন পালক। বিশ্ব বিনোদনে তার অবদানের কথা মনে রেখে করণকে সম্মানিত করবেন ব্রিটিশ পার্লামেন্ট।
লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সব সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টে সম্মানিত হতে চলেছেন করণ। ওয়েস্টমিনস্টারের প্রাসাদে আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে এই সম্মাননা। সেখানে ‘হাউস অফ কমন’ ও ‘হাউস অফ লর্ডস’-এর উপস্থিতিতে বলিউডের এই খ্যাতনামা প্রযোজক-নির্মাতাকে সম্মানিত করা হবে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানা গেছে, বলিউডে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় সহকারী পরিচালক হিসাবেনিজের কর্মজীবন শুরু করেছিলেন করণ। তার পর ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’র মতো জনপ্রিয় সব সিনেমা নির্মাণ করে তৈরি করে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন করণ।
এ ছাড়া ব্রিটেনে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র মতো একাধিক হিট সিনেমার শুটিং সেখানেই করেছেন করন। ব্রিটেনের সঙ্গে তার যে আত্মিক যোগ রয়েছে, সে কথা এর আগে একাধিক বার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন এই নির্মাতা।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন