জমে উঠেছে বিশ্বকাপ। বিশ্বকাপের এবারের আসরে একের পর এক চমক দিয়ে চলেছে প্রতিটি দল। এবছর তুলনামূলক ছোট দলগুলো বড় দলগুলোর সঙ্গে লড়াই করছে চোখে চোখ রেখে। বিশ্বকাপের অষ্টম দিন শেষে তাই এখনও অধিকাংশ গ্রুপেই সেরা দুই নির্বাচনে দেখা দিয়েছে জটিলতা।
বিশ্বকাপের নবম দিন আজ সোমবার (২৮ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্যামেরুন এবং সার্বিয়া। দুই দলই গ্রুপ ‘জি’-তে একটি করে ম্যাচ হেরেছে। এই ম্যাচে যেই দলই জিতুক না কেন, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলের ম্যাচের দিকে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় আল জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া এবং ঘানা। এই ম্যাচটি দক্ষিণ কোরিয়ার জন্য বাঁচা-মরার ম্যাচের মতো। প্রথম ম্যাচে ড্র করে এক পয়েন্ট নিয়ে বিপদে রয়েছে দলটি। অন্যদিকে আগের ম্যাচে পর্তুগালের বিপক্ষে লড়াই করেও হেরে মাঠ ছাড়ে ঘানা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এডুকেশন সিটি স্টেডিয়ামে।
তবে আজকের সবচেয়ে বড় ম্যাচ বলা যায়, ব্রাজিল বনাম সুজারল্যান্ডের ম্যাচটিকে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে এবারের বিশ্বকাপে। আজকের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোন দল আগে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পা রাখবে। আবার যে দল হারের মুখ দেখবে তাদেরকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের তৃতীয় ম্যাচের দিকে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া জিতে গেলেও বিপাকে পড়বে ব্রাজিল বা সুজারল্যান্ডের মধ্যকার পরাজিত দল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত হবে। তবে এই ম্যাচে থাকছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। এদিন ভিনিসিয়াসকে দেখা যাবে দলের আক্রমণভাগের নেতৃত্বে।
আজকের শেষ ম্যাচে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল। দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে সুয়ারেজের উরুগুয়ের মুখোমুখি হবে রোনালদোরা। এই ম্যাচে জিতলে বা ড্র করলেও পরের রাউন্ডে এক পা দিয়ে দিবে পর্তুগাল। অন্যদিকে উরুগুয়ের জন্য এটি বাঁচা মরার ম্যাচ বলা যায়।
/কেএইচএস/