ডেভিড মালানের সেঞ্চুরি ও জনি বেয়ারেস্টো এবং জো রুটের ফিফটিতে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ইংল্যান্ড। মালান খেলেন তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। এ ম্যাচে জয় পেতে হলে বাংলাদেশকে করতে হবে ৩৬৫ রান।
মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালায় ম্যাচটি শুরু হয় সকাল ১১টায়। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি স্পোর্টস।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। কিন্তু তার এ সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রথম পাওয়ার প্লেতেই টের পায় বাংলাদেশ। ইংলিশদের দুই উদ্বোধনী ব্যাটার দেখেশুনে উইকেটের চারপাশ থেকে রান আদায় করে নিয়েছে। বোলিং পরিবর্তন করেও যখন ব্রেক থ্রু আনতে পারছিলেন না তখন বল হাতে তুলে নেন সাকিব। এতে সফল হন তিনি।
দলীয় ১১৫ রানের সময় বেয়ারেস্টোকে বোল্ড করেন সাকিব। তার আগে বেয়ারেস্টো ৫৯ বলে ৮ চারের সাহায্যে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটি ছিল তার ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি। আর আজকের ম্যাচটি ছিল ওয়ানডেতে তার শততম ম্যাচ।
দ্বিতীয় উইকেট জুটিতে মালান-জো রুটের সঙ্গে ১৫১ রানের জুটি গড়েন। দলীয় ২৬৬ রানে মালানকে বোল্ড করে জুটি ভাঙেন শেখ মেহেদী। তার আগে অবশ্য তিনি ১০৭ বলে ৫ ছয় ও ১৬ চারে ১৪০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন।
এরপর দ্রুতই ফিরে যান অধিনায়ক বাটলার। তিনি শরিফুলের বলে বোল্ড হয়ে ফেরেন। দলীয় ৩০৮ রানে রুটকে ফেরান শরিফুল। তার আগে রুট ৬৮ বলে ১ ছয় ও ৮ চারের সাহায্যে ৮২ রান সংগ্রহ করেন। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে ইংলিশরা। শেষ দিকে টাইগার বোলাররা তাদের দাপট দেখাতে শুরু করলে ৩৬৪ রানে আটকে যায় ইংলিশরা।
বাংলাদেশের হয়ে শেখ মেহেদী ৪টি, শরিফুল ৩টি, তাসকিন ও সাকিব একটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৫০ ওভারে ৩৬৪/৯ ।(বেয়ারস্টো ৫২, মালান ১৪০, রুট ৮২, বাটলার ২০, ব্রুক ২০, লিভিংস্টোন ০, কারান ১১, ওকস ১৪, রশিদ ১১, উড ৬*, টপলি ১*; মুস্তাফিজ ১০-০-৭০-০ , তাসকিন ৬-০-৩৮-১, শরিফুল ১০-০-৭৫-৩, মেহেদি ৮-০-৭১-৪, সাকিব ১০-০-৫২-০, মিরাজ ৬-০-৫৫-০)
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ: ১৫ ওভারে ৮১/৪
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম