রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। জানা গেছে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিংগুলোতে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী। রোববার ক্যাম্প বসিয়ে ঐ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছেন সেনাসদস্যরা।
রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেন মেজর সাদির।
মেজর সাদির বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আর ক্যাপ্টেন সৈকত জানিয়েছেন, মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে ধারালো অস্ত্রসহ এক তরুণী ও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিনে এবং রাতে মোহাম্মদপুর এলাকাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল অভিযান পরিচালনা করে। এই অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী আদম ব্যাপারী সেলিম, দুর্ধর্ষ রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম এবং সাগরকে আটক হয়। এছাড়া জেনেভা ক্যাম্প মাদক চক্রের ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী, ১০ জন ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এই অভিযানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্প এলাকা থেকে মোট ২২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মাঝে একজন গত সপ্তাহে ভাইরাল হওয়া এক মহিলাকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
২৩ ইস্ট বেঙ্গলের উপঅধিনায়ক মেজর নাজিম আহমেদ জানান, ‘দু-তিনটি হাউজিং এলাকার মধ্যে একটি করে এমন অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে, যেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।’
আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১:৩১ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি