বিপিএলের শেষ দিকে এসে জমে উঠেছে প্লে-অফে উঠার লড়াই। রংপুর এবং কুমিল্লার প্লে-অফ খেলা নিশ্চিত হলেও বাকি দুইটি দল কারা হবে সেটির লড়াইয়ে রয়েছে তিনটি দল। ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্সেরও সুযোগ রয়েছে প্লে-অফ নিশ্চিত করার।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রানের পুঁজি পেয়েছে চট্টগ্রাম।
নিজেদের শেষ ম্যাচে ২৩ ফেব্রুয়ারি তামিমের দল লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচে খুবই বাজেভাবে না হারলে চট্টগ্রাম ও খুলনা দুই দলের চেয়েই নেট রান রেটে পিছিয়ে পড়ার সম্ভাবনা নেই বরিশালের।
কুমিল্লা আজ (২০ জানুয়ারি) রংপুর কাছে ও এরপর বরিশালের বিপক্ষে হারলে বরিশালের সম্ভাবনা থাকবে প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে খেলার। অর্থাৎ, নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার কাছে কোনো অবস্থাতেই বড় ব্যবধানে হারাও যাবে না বরিশালের।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম