বগুড়া শাজাহানপুরে খরনা ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বীরগ্রাম জামায়াতের দলীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আমীর ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,নন্দীগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারী হাফেজ মোখলেছুর রহমান মুকুল
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা আতিকুর রহমান, মাওলানা শামসুল হক,অফিস সম্পাদক মাষ্টার মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোজাহিদুর রহমান, মাওলানা কোরবান আলী, মিরাজুল ইসলাম, মাওলানা আক্কাস আলী, মাষ্টার ইমান আলী প্রমুখ।
আজ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৪৯ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি