ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বেসরকারি এনজিও মানব কল্যান পরিষদ (এমকেপি) এর উদ্যোগে জেসমিন আক্তার (২২) নামে এক অসহায় নির্যাতনের শিকার গৃহবধূকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এদিন সন্ধ্যায় এমকেপি’র নিজ কার্যালয়ে সংস্থার উপজেলা সিএসও কমিটির সভাপতি সাংবাদিক মোবারক আলী ওই নির্যাতিত গৃহবধূ জেসমিনের হাতে চিকিৎসা সহায়তার জন্য একটি চেক তুলে দেন।
প্রসঙ্গত: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পাশ্ববর্তী হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামে কাওসার আলীর সাথে বিয়ে হয় রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী গ্রামের জহিরউদ্দীনের মেয়ে জেসমিন আক্তারের। বিবাহের পর তাদের সংসার ভালোই চলছিল। কিছুদিন পর তাদের দাম্পত্য জীবনে শুরু হয় কলহ-বিবাদ। জেসমিনের উপর চলতো শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন। এসব সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে জেসমিন তার বাবার বাড়িতে চলে আসে। কিন্তু গত দুমাস আগে হঠাৎ একদিন ছেলের পরিবারের লোক জানতে পারে তাদের ছেলে কাওসার নাকি কুলিক নদীতে ডুবে মারা গেছে এবং তার মরদেহ নাকি ভারতের ভূখণ্ডের নাগর নদীতে পাওয়া গেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তার লাশ উদ্ধার করে বাংলাদেশ বর্ডারগার্ডের (বিজিবি) কাছে লাশ হস্তান্তর করেছে।
স্বামীর এরকম অস্বাভাবিক মৃত্যুর খবর শুনে সংসার জীবনের কলহের কথা সব ভুলে গিয়ে ছুটে যায় শেষ বারের মতো স্বামীকে একনজর দেখতে। কিন্ত সেখানেও ঘটে বিপত্তি। তার উপর আবারও শশুর বাড়ির লোকজন চড়াও হয়ে শারীরিক নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে জেসমিনের বাবা-মা তাকে চিকিৎসার জন্য রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করায়। টাকার অভাবে অসহায় ও গরীব জেসমিনের বাবা-মা মেয়ের ঠিকমতো সুচিকিৎসা করাতে পারেনি। ঠিক তখনি আর্থিক সাহায্যের অংশ হিসেবে চিকিৎসা সহায়তার জন্য পাশে দাঁড়ান মানব কল্যাণ পরিষদ এমকেপি।
আর্থিক সহায়তার চেক বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমকেপি’র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর হালিমা আকতার ডলি,প্রোগ্রাম কো-অডিনেটর রাশেদুল ইসলাম লিটন, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, এরিয়া কোওর্ডিনেটর রওশন আরা,এসএফ শিরিন সুলতানা ও হিসাব রক্ষক দিনা রাণী সরকারসহ অনেকে।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি