গত কয়েকদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা টানা সড়ক অবরোধ করছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন হাজারো ব্যাটারিচালিত রিকশাচালকরা। ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবি নিয়ে সড়কে অবস্থান করছেন তারা। ফলে পল্টন-প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছে অনেক মানুষ।
রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন তারা।
জানা গেছে, ব্যাটারিচালিত রিকশাচালকরা বিশাল একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসে। তারা কামরাঙ্গীরচর, সেকশন, হাজারিবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। চিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালকরা আসছেন। এ সময় তারা ‘ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে’ স্লোগান দিতে থাকেন। পরে প্রেসক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন।
এদিকে প্রেসক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে লাল ব্যানারে সমাবেশ মঞ্চের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। মঞ্চে ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৩ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি