ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় টানা গত দু’দিনের বৃষ্টিতে গর্তে জমে থাকা পানিতে পড়ে সাত বছর বয়সী সানজিদ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর)সন্ধ্যায় পৌরশহরের ৫-নং ওয়ার্ডের দক্ষিণ ভান্ডারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত সানজিদ ওই গ্রামের ফল ও সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়,ঘটনার দিন সন্ধ্যার আগে বৃষ্টি পড়ছিল। এসময় বাড়ির লোকজনের অগোচরে বাইরে বের হয় সানজিদ। তখন তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর বাড়ির উঠানে সানজিদকে তার মা দেখতে না পেয়ে পরিবারের লোকজনসহ তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খুঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার পর নিজ বসতবাড়ির পাশে(মাটি কেটে গর্ত করা) জমে থাকা বৃষ্টির পানিতে সানজিদের ব্যবহৃত জুতা ভাসতে দেখে ওই গর্তের পানিতে শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে গর্তের পানির ভিতর থেকে শিশু সানজিদকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ওসি আরো জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এবং এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২০ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি