কাতালান ডার্বিতে বার্সেলোনাকে রুখে দিল এস্পানিওল। লা লিগায় শনিবারের (৩১ ডিসেম্বরের) ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এক পয়েন্ট পেয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ১৪টি কার্ড দেখান আলোচিত রেফারি আন্তেনিও মাতেও লাহোজ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের প্রথমার্ধে মার্কোস আলনসোর গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধে তার ভুলেই গোল খেয়ে বসে। ডিবক্সে তিনি ফাউল করলে পেনাল্টি পায় এস্পানিওল। স্পটকিক থেকে গোল করেন হোসেলু। অবনমন অঞ্চলে থাকা নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি নিরুত্তাপ গতিতেই চলছিল। তবে ৭২ মিনিটে এস্পানিওল পেনাল্টি পাওয়ার পরই উত্তাপ ছড়াতে থাকে মাঠে। স্বরূপে ফেরেন রেফারি মাতেও লাহোজও।
দেখাতে থাকেন একের পর এক কার্ড। সব মিলিয়ে বার্সেলোনা হলুদ কার্ড দেখেছে ৮টি, এস্পানিওল ৫টি। দুদলেরই একজন করে দেখেছেন লালকার্ড। বার্সার জার্সিতে ৩০০তম ম্যাচ খেলতে নেমে দুই হলুদ কার্ডের খড়গে পড়ে মাঠ ছাড়েন লেফটব্যাক জর্দি আলবা।
এস্পানিওলের হয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার ভিনিসিউস সোসার। এই ড্রয়ে ১৫ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সমান ৩৮ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে শীর্ষে থাকল কাতালান ক্লাবটি। অন্যদিকে সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এস্পানিওল।