ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ করেছেন। সনাতন ধর্মাবলম্বীের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ।
এ উপলক্ষ্যে গত রোববার (৬ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক সাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী,
নন্দুয়ার ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলামসহ অনেকে।
সমাবেশ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব, সহ সভাপতি দিগেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক সাধন বসাক, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সাধারণ সম্পাদক অনুপ বসাক, হিন্দু মহাজোটের আহবায়ক পরিমল সরকার, হিন্দু নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অমল কুমার রায় ও অনিল চন্দ্র রায় প্রমুখ।
এসময় বিএনপির বক্তারা বলেন, দেশটা আমার আপনার সবার, আপনারা আমাদেরকে আপন করে ভাবেন, আমরা আপনাদের সকলকে বুকের ভিতরে আগলে রাখবো। আপনাদের পূজা অর্চনাসহ যে কোন সমস্যা হলে আমাদের প্রতিতিটি ইউনিয়নে কমিটি আছে। তাদেরকে জানাবেন। আমরা সবাই আপনাদের পাশে আছি চিরকাল থাকবো। সনাতন ধর্মাবলম্বীদের নেতারা তাদের বক্তব্য বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বীরা এদেশের নাগরিক আমাদের বাব দাদাসহ চৌদ্দ পুরুষ এদেশে নাগরিক ও প্রকৃত বাঙালি হিসাবে বসবাস করে আসছি। তাই প্রতিবারের মতো যেন এবারও আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারি সে ব্যাপারে আমরা আপনাদের সর্বাঙ্গীণ সহযোগিতা চাই।
প্রসঙ্গত: এ বছর এ উপজেলায় ৫৪ টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি