কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষে এখন চলছে শেষ ষোলোর লড়াই। বিশ্বকাপের আগে ফেভারিটের তালিকায় থাকা একাধিক দলই বাদ পড়েছে ইতোমধ্যে।
এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা। সৌদির বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও মেসির জাদুতে বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল। মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ সেরা হয়ে জায়গা করে নেয় শেষ ষোলোয়।
এরপর শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে হারিয়ে এখন তারা সেমিফাইনালে ওঠার লড়াইয়ের অপেক্ষায়। যেখানে তাদের প্রতিপক্ষ ২০১০ আসরের রানার্সআপ নেদারল্যান্ডস। বিশ্বকাপে নিজেদের অবস্থান নিয়ে মেসি সাংবাদিকদের বলেন, আর্জেন্টিনা (বিশ্বকাপ জেতার) সম্ভাব্য দলগুলোর একটি। আর্জেন্টিনা শক্তিশালী এবং সবসময়ই সেরা দলগুলোর মধ্যে থাকে। আমরা জানি, আমরা ফেভারিট দলগুলোর একটি। তবে আমাদের এটা মাঠে প্রমাণ করতে হবে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও সেটা প্রমাণ করতে পেরেছি।
আমরা সবাই বিশ্বকাপের সব ম্যাচই দেখার চেষ্টা করি। ক্যামেরুনের বিপক্ষে হারলেও ব্রাজিল ভালো খেলছে। তারা এখনও সবচেয়ে ফেভারিট দলগুলোর একটি। ফ্রান্সও ভালো খেলছে। আর স্পেন, ওরা জাপানের বিপক্ষে হারলেও বেশ ভালো খেলছে। তারা নিজেদের খেলা নিয়ে বেশ পরিষ্কার। তাদের থেকে বল নেয়া খুবই কঠিন, যেহেতু তারা লম্বা সময় ধরে বল দখলে নিয়ন্ত্রণ করে। তাদের হারানো খুবই কঠিন হবে।
মেসি
এদিকে বিশ্বকাপে ফেভারিট দলের প্রসঙ্গে মেসি জানান, আমরা সবাই বিশ্বকাপের সব ম্যাচই দেখার চেষ্টা করি। ক্যামেরুনের বিপক্ষে হারলেও ব্রাজিল ভালো খেলছে। তারা এখনও সবচেয়ে ফেভারিট দলগুলোর একটি। ফ্রান্সও ভালো খেলছে। আর স্পেন, ওরা জাপানের বিপক্ষে হারলেও বেশ ভালো খেলছে। তারা নিজেদের খেলা নিয়ে বেশ পরিষ্কার। তাদের থেকে বল নেয়া খুবই কঠিন, যেহেতু তারা লম্বা সময় ধরে বল দখলে নিয়ন্ত্রণ করে। তাদের হারানো খুবই কঠিন হবে।