কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে গত শুক্রবার। কোনো বিরতি ছাড়াই এবার শুরু নক আউটের লড়াই। প্রথম দিন খেলবে চার দল, দুটি ম্যাচ।
শনিবার (৩ ডিসেম্বর) খলিফা ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।
একই দিন রাত একটায় লড়বে এবারের বিশ্বকাপের হট ফেবারিট আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়া। এই ম্যাচটি হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে। গ্রুপপর্বে তিন ম্যাচে এক জয় আর দুই ড্র নিয়ে ওয়েলস আর ইরানকে পেছনে ফেলে দ্বিতীয়পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রেখেছে। তিন ম্যাচের দুটিতে জয়, একটিতে ড্র করেছে তারা।
অন্য ম্যাচে মাঠে নামছে সৌদির কাছে হেরে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা। যদিও পরের দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছেন মেসিরা। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া শেষ ষোলোতে এসেছে ‘ডি’ গ্রুপের রানারআপ হয়ে। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারের পর তিউনিসিয়া আর ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে সকারুরা।
✪ আরও পড়ুন:
কেএইচএস