মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাতের সড়কের পাশের বাঁশবনে অগ্নিকাণ্ডে প্রায় আড়াই একর বনভূমি পুড়ে গেছে। আগুনে বনের সরু সড়কের পাশের বাঁশবাগানসহ গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে ছাই হয়ে গেছে। গেলো সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বন বিটের গহীন বনে এ ঘটনা ঘটে।
হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া একজন পর্যটক প্রথমে ফেসবুকে এ তথ্য জানান। তার তথ্যমতে, হামহাম জলপ্রপাত যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গাজুড়ে আগুন লেগেছে। আগুনের ব্যাপক উত্তাপ থাকায় রাস্তা দিয়ে আসা-যাওয়া করাও দায় হয়ে পড়েছে।
স্থানীয় কুরমা বন বিট কর্মকর্তা বিপস্নব হোসেন বলেন, জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশবাগানে আগুন লাগার খবর খবর পেয়ে বনকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ হিসেবে তিনি বলেন, হামহাম জলপ্রপাতে এ পথ দিয়ে যাওয়া-আসার সময় কোনো পর্যটকের ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকে লাগতে পারে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এর আগে সম্প্রতি মাধবকুন্ড জলপ্রপাতের পাতারিয়া বনে অগ্নিকান্ডের ঘটনায় বনের প্রায় ৪০ হেক্টর এলাকার বৃক্ষরাজি ও শত শত বন্যপশু পুড়ে যায়। এই বনে লাগাতার প্রায় ৮ দিন ধরে আগুন জ্বলতে থাকায় দেশের পর্যটন শিল্প মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। অজগর সাপ, চশমাপরা হনুমান, মায়া হরিণ, কচ্ছপ, বনরুই, সজারুসহ বিভিন্ন সরীসৃপ প্রজাতির আবাস্থল এবং বিরল কীটপতঙ্গ ও বেশ কিছু প্রজাতির বৃক্ষের পরিসমাপ্তি ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা খোদ বন বিভাগের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন। এছাড়াও সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন বিভাগের ছাত্র ডরমিটরি লেকের উত্তর-পশ্চিম ও হিড বাংলাদেশের পশ্চিমে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় বনাঞ্চলের বহু ক্ষয়ক্ষতি হয়। এদিকে গেল ২০২১ সালের এপ্রিল মাসে লাউয়াছড়ায় পৃথক অগ্নিকান্ডে তিন একর জায়গা পুড়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা ও একাধিক পর্যটক জানান, লাউয়াছড়া, হামহাম ও মাধবকুন্ডের পাতারিয়া বনে পৃথক আগুনের ঘটনা সাধারণ বিষয় নয়। বাংলাদেশের এ সবুজ বনাঞ্চল ধ্বংস করে পর্যটকশূন্য করতে কেউ কাজ করছে ও বৃক্ষরাজি লুট করছে। তারা জানান, বনের প্রতি হেক্টরে সর্বনিম্ন ২০ লাখ টাকার বৃক্ষ পুড়েছে এমনটা যদি ধরা হয়, তাহলে পাতারিয়ার ৪০ হেক্টর, লাউয়াছড়ার ৩ হেক্টর ও হামহামের ৩ হেক্টরসহ মোট ৪৬ হেক্টর বনে ৯ কোটি ২০ লাখ টাকার বৃক্ষ পুড়েছে।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি