আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬৩২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় (৮ সেপ্টেম্বর) শুক্রবার রাতে আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প। এতে আহত হয়েছেন শত শত মানুষ। বহু বাড়িঘর ভেঙে পড়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যম এপির খবরে বলা হয়েছে, ভূমিকম্পে মারাকেশ শহরে অনেক ভবন ধসে পড়েছে। ক্ষতি হয়েছে ঐতিহাসিক স্থাপনার। আতঙ্কিত লোকজন সারারাত বাড়িই বাইরে কাটিয়েছে। ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে যে, ৫০০ বছরের মধ্যে ওই এলাকায় এত বড় ভূমিকম্প হয়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৪ মাইল) দূরে আটলাস পর্বতমালার ওকাইমেডিনের স্কি রিসোর্টের কাছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করছে যুক্তরাষ্ট্রের এ সংস্থাটি। তাদের ওয়েবসাইটে হতাহত বিষয়ক মূল্যায়নকে ‘সম্ভাব্য’ থেকে ‘উল্লেখযোগ্য হতাহতের সম্ভাবনায়’ উন্নীত করেছে।
এএফপির খবরে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পে আটলাস পর্বতমালার গ্রাম থেকে ঐতিহাসিক শহর মারাকেশ পর্যন্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি কর্মীরা ভবনগুলোর ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে। বলা হচ্ছে, ভূমিকম্পটি গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। তিন লাখ মানুষ আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।
সূত্র: বিবিসি, আলজাজিরা, এএফপি, স্কাই নিউজ।
ডিবিএন/এসই/ এমআরবি