রাত পোহালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা চট্টগ্রামে। আর জনসভাকে ঘিরে বন্দরনগরী সেজেছে নতুন সাজে। বেশ কয়েক দিন আগে থেকে মাইকিং চলছে শহরের মোড়ে মোড়ে। ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জায় ছেয়ে গেছে পুরো শহর। সড়ক বিভাজক থেকে শুরু করে সড়কের পাশের পুরোনো দেয়াল– সব কিছু ঘষামাজা করে পরিষ্কার করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নানা জায়গায় আঁকা হয়েছে গ্রাফিতি। এমনকি সভাস্থলের আশপাশের সড়কে পড়েছে নতুন ঢালাই। প্রস্তুত হয়েছে জনসভার মঞ্চও।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনকে ঘিরে উৎসবের আমেজে আছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। সভার দিন, অর্থাৎ রোববার লাল-সবুজ টুপি-টিশার্ট পরে জেলার বিভিন্ন ইউনিট থেকে মিছিলে-মিছিলে সভায় যোগ দেবেন নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর জনসমাবেশ চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আশা নেতা-কর্মীদের।
‘আমি সবার মতো এত লক্ষ লোক হবে, এত কোটি লোক হবে– এসব বলার পক্ষে না। চট্টগ্রামে প্রায় দেড় কোটির ওপর লোক আছে, সেখান থেকে উল্লেখযোগ্যসংখ্যক লোক ইনশাআল্লাহ জনসভায় থাকবেন। আমরা আশা করছি, এটা চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে।’
‘মাননীয় প্রধানমন্ত্রী ১০ বছর পর আসছেন। উনি খালিহাতে আসছেন না। চট্টগ্রামে একটা শক্তপোক্ত অবকাঠামো উনি প্রতিষ্ঠা করেছেন, সেটার মাধ্যমে আগামী দিনের চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটা শ্রেষ্ঠ কানেক্টিভিটি সেন্টারে পরিণত হতে যাচ্ছে। এটা সিঙ্গাপুরের চেয়েও গুরুত্বপূর্ণ।
নগর আওয়ামী লীগের সহসভাপতি, খুরশেদুল আলম সুজন
‘এই যে বদলে যাওয়া চট্টগ্রাম, এগিয়ে যাওয়া চট্টগ্রাম, এটা হয়েছে শুধু মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়। তাই চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওনাকে বরণ করবেন, ওনার বক্তব্য শুনবেন। উনি চট্টগ্রামের জন্য আরও কী কী গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেন, কী কী ঘোষণা দেন- এটা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামীকাল সমাবেশে দলে দলে যোগদান করে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাবে, তার বক্তব্য শুনবে।’
মহানগর আওয়ামী লীগের মতো প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে বিশেষ প্রস্তুতি আছে উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগেরও। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন, নেতা-কর্মীরা উজ্জীবিত। চট্টগ্রামের আনাচকানাচে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। মানুষের মধ্যে একটা উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আমরা বিশ্বাস করি, এটা হবে স্মরণকালের সব রেকর্ড ভাঙা সমাবেশ।’
শুধু দক্ষিণ জেলা ইউনিট থেকে সমাবেশে আওয়ামী লীগের দেড় লাখ নেতা-কর্মী যোগ দেবে জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক থানা থেকে আমাদের ১৫ থেকে ২০ হাজার লোক সমাবেশে যাবে। আমাদের ৮ থানা থেকে দেড় লাখের মতো লোক আসবে সমাবেশে।’
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে আমাদের উত্তর জেলার সব ইউনিটের নেতা-কর্মীদের মধ্যে একটা উৎসবের আমেজ আসছে। তৃণমূল পর্যায়ে সভা-সমাবেশ ও নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে সবাই। আমার উত্তর জেলা ইউনিট থেকে ৫০ হাজার থেকে ১ লাখ নেতা-কর্মী সমাবেশে যাবে। সবাই প্রধানমন্ত্রীকে চট্টগ্রামে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছে।’
আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গসংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মোসরাফুল হক চৌধুরী পাভেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ১০ বছর পর একটা জনসভায় আসছেন, আমাদের সবার আশা-আকাঙ্ক্ষা অনেক। ওনার আগমন উপলক্ষে আজ (শুক্রবার) আমরা সাইকেল শোভাযাত্রা করেছি।
সিআরবি থেকে কয়েকটা থানা প্রদক্ষিণ করেছে এটি। নেত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামের প্রতিটি থানা, ওয়ার্ডের নেতারা সবাই মিলে আমরা সিআরবি থেকে মিছিল সহকারে পলোগ্রাউন্ড মাঠে যোগ দিব। আমাদের চট্টগ্রামে যে মেগা প্রকল্পগুলো, যেগুলো নেত্রী আমাদের চট্টগ্রামকে উপহার দিয়েছেন, আমরা সেগুলো বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে নেত্রীর সামনে উপস্থাপন করে নেত্রীকে ধন্যবাদ জানাব এবং নেত্রী আমাদের আবার কী দিয়ে যান, সেটার আশায় আমরা বসে আছি।’
জনসভার দিন সকালেই সভাস্থলে নেতা-কর্মীদের নিয়ে হাজির হবেন বলে জানান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। তিনি বলেন, ‘মহানগরে আমাদের ৫০ হাজার নেতা-কর্মী আছে। আমরা সকালেই সবাইকে নিয়ে মিছিলসহ গিয়ে সভাস্থলের অগ্রভাগে উপস্থিত থাকব। চট্টগ্রামের প্রতি ওনার একটা আলাদা আন্তরিকতা আছে, উনি যতবারই এসেছেন চট্টগ্রামকে কিছু না কিছু উপহার দিয়ে গেছেন। এবারও ওনার আগমন উপলক্ষে সবার মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে। আমরা ওনাকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। জনসভা ঘিরে তৈরি করা হয়েছে চট্টগ্রামে এযাবৎকালের সবচেয়ে বড় মঞ্চ। পলোগ্রাউন্ড মাঠের পশ্চিম পাশে পূর্বমুখ করে ভূমি থেকে ছয় ফুট ওপরে তৈরি করা হয়েছে এই মঞ্চ। নৌকার আদলে তৈরি এই মঞ্চ লম্বায় ১৬০ ফুট। তবে এর মধ্যে মূল মঞ্চের দৈর্ঘ্য ৯০ ফুট ও প্রস্থ ৪০ ফুট। ৩ হাজার ৫০০ বর্গফুটের এই মঞ্চ চট্টগ্রামে এযাবৎকালের সবচেয়ে বড় মঞ্চ বলে দাবি এটি তৈরির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সাহাবুদ্দিন ডেকোরেশনের মালিক মো. শাহাবুদ্দিনের।
তিনি বলেন, ‘এটা দেশের সবচেয়ে বড় নৌকা। নৌকার আদলে এত বড় মঞ্চ আর তৈরি হয়নি। মঞ্চে অন্তত ২০০ লোক বসতে পারবে। এর দুই পাশে ৮০০ বর্গফুটের আরও দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। এই দুটির একটিতে যেসব প্রকল্প উদ্বোধনের কথা, সেসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অন্যটিতে ভিআইপি অতিথিরা বসবেন। চট্টগ্রামের বড় বড় প্রোগ্রামগুলোর মঞ্চ আমরা তৈরি করি। এর আগে চট্টগ্রামের কোনো প্রোগ্রামে এত বড় মঞ্চ তৈরি করা হয়নি।’
তিনি জানান, মঞ্চের সামনে তিন স্তরের বাঁশের ব্যারিকেড থাকবে। যেন সেসব ভেদ করে কেউ সামনে যেতে না পারে। তা ছাড়া প্রবেশপথের চারদিকেও ব্যারিকেড দেয়া হচ্ছে।
৩০টি প্রকল্পের উদ্বোধন
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী চট্টগ্রামের জনসভায় এসে ৩০টি প্রকল্পের উদ্বোধন ও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
উদ্বোধনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রকল্প, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ছয়টি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে ১৪টি, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে দুটি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি, কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে একটি ও চট্টগ্রাম বন্দরের একটি প্রকল্প।
এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ, আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকীকরণ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন এবং বিদ্যুৎ বিভাগের অধীনে চট্টগ্রামে বিপিসি ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিরাপত্তায় সাড়ে ৭ হাজার পুলিশ
প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভায় সাড়ে ৭ হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। সম্প্রতি সভাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘সর্বোচ্চ ফোর্স কখন মোতায়েন হবে, এটা আমরা পাবলিকলি ওপেন করি না। এ বিষয়ে আমাদের কাছে নির্দেশনা যেভাবে এসেছে এবং আমাদের যে পরিকল্পনা আছে, সেভাবেই কাজ করব। পুলিশ এখন থেকেই নিরাপত্তার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা সমন্বয় করে স্পেশাল সিকিউরিটি ফোর্স। তাদের তত্ত্বাবধানে এবং পরামর্শক্রমে পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে।
‘এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের পুলিশ, ইউনিফর্মের পুলিশ, গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় আর্চওয়ে, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনসহ প্রযুক্তিগত সব কিছু যুক্ত থাকবে। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নিরাপত্তা পরিকল্পনা নিচ্ছি। শুধু পলোগ্রাউন্ডেই পুলিশ থাকবে না, পুরো শহর একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।’
জনসভার দিন, অর্থাৎ ৪ ডিসেম্বর সকাল ও বিকেল দুই শিফটে চলমান এইচএসসি পরীক্ষা রয়েছে। এই বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘যারা গাড়ি ও মিছিল নিয়ে জনসভায় আসবেন, তারা কোথায় গাড়ি থেকে নামবেন, মিছিল কোথায় থামবে– সেটি আমরা জানিয়ে দেব। একটি বিষয় হচ্ছে, জনসভার দিন সকাল এবং বিকেলের শিফটে পরীক্ষা আছে। দুই শিফটে ১ হাজার ৪০০ এর মতো করে পরীক্ষার্থী আছে। জনসভাস্থলের পাশেও একটি পরীক্ষাকেন্দ্র আছে।
‘শব্দযন্ত্র এমনভাবে স্থাপন করা হবে, যাতে সেখানে কোনো সমস্যা না হয়। পরীক্ষার্থীরা যেন একটু আগেভাগে বাসা থেকে বের হন। এরপরও কেউ আটকে গেলে কিংবা সমস্যায় পড়লে ট্রিপল নাইনে ফোন করে আমাদের জানালে পুলিশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। নগরবাসীর প্রতি অনুরোধ, হাতে অন্তত এক ঘণ্টা সময় নিয়ে যেন সবাই বাসা থেকে বের হন।’