সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। সে অনুযায়ী পাস করা শিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯২৩ জন। ভর্তি পরীক্ষায় ৯২.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ ফল ঘোষণা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরীক্ষায় পাস নম্বর আগের বছরের মতো ৪০ শতাংশ নির্ধারিত ছিল। তারই ভিত্তিতে মোট ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে পুরুষ প্রার্থী ছিল ২০ হাজার ৪৫৭ জন। অর্থাৎ উত্তীর্ণ প্রার্থীর ৪০ দশমিক ৯৮ শতাংশ।’
এর আগে ৯ ফেব্রয়ারি সকাল ১০টায় নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। শেষ হয় বেলা ১১টায়। সারা দেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে মেধাযুদ্ধে বসেন এক লাখ চার হাজার ৩৭৪ শিক্ষার্থী।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম