ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এখনো চলছে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে এখন পর্যন্ত ১ হাজার ২০০ ইসরায়েলি ও ১ হাজার ১০০ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আর ইসরায়েলের বাহিনীর আক্রমণে ১ হাজার ১০০ ফিলিস্তিনি মারা গেছেন।
গাজা সীমান্তের কাছে সৈন্য সমাবেশ করেছে ইসরায়েল। এর মধ্যে প্রায় ৩ লাখ সংরক্ষিত বাহিনীর সদস্য রয়েছেন। তবে তারা গাজার অভ্যন্তরে কখন স্থল আক্রমণ চালানোর পরিকল্পনা করছেন তা এখনও স্পষ্ট নয়।
গতকাল জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে সেই থেকে এখন পর্যন্ত গাজার কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎ পাননি।
গাজার বেশিরভাগ বিদ্যুৎ সরবরাহ আসে ইসরায়েল থেকে। কিন্তু হামাসের হামলার পর ওই এলাকায় তা বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে গাজার বাসিন্দারা বিবিসিকে জানান, তাদের কাছে বিদ্যুৎ বিভ্রাট নতুন কিছু নয়।