জয়ের ধারায় ফেরার লক্ষ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। সরাসরি দেখা যাবে গাজি টিভি, টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস-১ এ।
বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে সাকিব বাহিনী। টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে হেরেছে টানা পাঁচ ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসরের আয়োজক পাকিস্তানেও সেমির পথটা প্রায় অনিশ্চিত।
দলটি প্রথম দুই ম্যাচ জিতে শুরু করেছিল বিশ্বকাপ মিশন। এরপর টানা চার ম্যাচে হেরেছে বাবর আজমের দল।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর টানা পাঁচ ম্যাচে হারে বাংলাদেশ দল। সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হেরে গেছে সাকিবরা। এতে টাইগারদের পয়েন্ট টেবিলে অবস্থান নবম স্থানে।
বিপরিতে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের পর পথ হারায় পাকিস্তান। ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে টানা চার ম্যাচ হেরে বাবর আজমের দলের অবস্থান টেবিলের সপ্তম স্থানে।
আজ বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। বাদ পড়েছেন শেখ মেহেদি। তার জায়গায় ফিরেছেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ : ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।