পবিত্র জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পানের সময় ব্যক্তিকে শান্ত থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। খবর-গালফ নিউজ।
গতকাল রোববার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ আরও জানিয়েছে, পবিত্র কাবা ও মসজিদে নববীতে কেউ যখন জমজমের পানি করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন।
এছাড়া এই পানি পানের সময় খেয়াল রাখতে হবে যেন এটি ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। জমজমের পানির ট্যাপ ছেড়ে অযু না করতেও অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা, ঠেলাঠেলি না করা, ভিড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্য মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এদিকে কয়েকদিন আগে মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করে সৌদি আরব। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গত শুক্রবারের ঘোষণায় বলা হয়, রওজা শরিফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর লক্ষ্যে এই নিয়ম চালু করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। আগের মতো অনুমতি ছাড়া প্রবেশের বিষয়টি আর বৈধ থাকবে না।
আজ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৯ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি